নাঈম ঊদ্দীন ইমন ,চট্টগ্রাম প্রতিনিধিঃ
২৯.০১.২০২১ রোজঃ শুক্র বার চট্টগ্রামের আগ্রাবাদে দেয়াল চাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন মো. শরীয়তউল্লাহ (৬০) ও আল আমীন (৩০)। শরীয়তউল্লাহ পিডিবির গাড়ি চালাতেন। নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা শরীয়তউল্লাহ থাকতেন ঢেবার পাড়ে।
যে সীমানা প্রাচীর ভেঙ্গেছে তার সামনে বসে আল আমীন মাস্ক বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে এক জনের নাম রাকিব (২৩)।
স্থানীয়রা জানিয়েছেন, যে স্থানে সীমানা দেয়াল ভেঙে পড়েছে সেটা খালি জায়গা। জায়গাটির দাবিদার বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ সেটার দখল নিয়ে লিজ দিয়েছে। সেখানে স্থাপনা নির্মাণের জন্য স্ক্যাভেটর দিয়ে বালু সরানো হচ্ছিল।
Leave a Reply