প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে, সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে , বৃদ্ধি করা হয়েছে জনবলও। শুক্রবার বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্র মহড়া পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনে উপস্থিত থেকে মন্ত্রী মহড়া পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ড শুধু সমুদ্র বন্দরই নয়, মানব ও মাদক পাচার রোধে সফল ভূমিকা রাখছে কোস্টগার্ড। এই মহড়ায় কোস্টগার্ডের জাহাজগুলোর স্টিম পোস্ট, ভিবিএসএস এক্সারসাইজ, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক, জাহাজ কামরুজ্জামান দ্বারা পলিউশন কন্ট্রোল এক্সারসাইজ, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।