শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে চট্টগ্রামের স্কুল-কলেজ মুখরিত শিক্ষার্থীদের উপস্থিতিতে। প্রায় ১ মাস পর সহপাঠীদের দেখা পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। নগরীর বেশীরভাগ স্কুল-কলেজের প্রধান ফটকে রাখা হয় স্যানিটাইজারের ব্যবস্থা। মাস্ক পরেই প্রবেশ করতে দেয়া হয় শিক্ষার্থীদের। আর যে সকল শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়া হচ্ছে, যারা বয়স কম হওয়ায় টিকা নিতে পারছেনা সেসব শিক্ষার্থীরা চায় তাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়। শিক্ষকরা জানান, প্রতিদিন সকল শ্রেণীর ক্লাশের পরিবর্তে সপ্তাহের বিভিন্ন দিনে ভাগ করে পাঠদান চলছে। এদিকে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বেশীরভাগ শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানান শিক্ষকরা।