গত ২১শে জানুয়ারি ২০২৩ , বিকেল ৩-ঘটিকায় থাই চাইনিজ রেষ্টুরেন্ট টিকাটলি , ঢাকায় আহ্বায়ক কমিটির আলোচনা , মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহ আলম স্বপন , সাধারণ সম্পাদক আয়নাল , সাংগঠনিক সম্পাদক হানিফ মাঝি , সহ – সভাপতি পলি রিয়াজ ,, শাহনাজ সিদ্দিকি , একেএম আমিনুল ইসলাম প্রমুখ ও অন্যান্য নেতা এবং নেতৃবৃন্দ।
আলোচনায় শহীদ পরিবারের প্রতি বৈষম্যতা, অনিয়ম ও আহ্বায়ক কমিটি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। কমিটির নেতারা শহীদ পরিবারের ও দুস্থদের বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে একাত্বতা প্রকাশ করেন। কমিটির সভাপতি মোঃ শাহ আলম স্বপন ও সাধারণ সম্পাদক আনাস ও অন্যান্য সকল নেতা ও নেতৃবৃন্দ ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সবশেষে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।