চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে তিন শতাধিক অসহায় মানুষকে খাদ্য সহায়তা করা হয়েছে।
শনিবার (১ মে) ১৪ নম্বর লালখান ওর্য়াড আওয়ামী লীগের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বৈশ্বিক করোনা মহামারী প্রথম থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে অসহায় কর্মহীন মানুষকে সহায়তা করে আসছে। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বাংলাদেশ আওয়ামী লীগ সদা প্রস্তত।
খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল হকের সভাপতিত্বে এবং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সফর আলী, নোমান আল মাহমুদ, বেলাল আহমেদ, মো. ঈসা, মমিনুল হক, মো. হাসান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. আবু তাহের ফাউন্ডেশন এর পরিচালক এ টি এম ওসমান গনি (সোহাগ) প্রমুখ।