মফিজ মোল্লা (৪৫) নামের একজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ঝিনাইদহের মহেশপুরে তুচছ বিষয়কে কেন্দ্র করে । গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় এক রাজহাঁস মারাকে কেন্দ্র করে মফিজ মোল্লার পরিবার ও প্রতিবেশী কামালের পরিবারের সঙ্গে ঝগড়া হয়। ওই সময় মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের সদস্যরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে ঘটনাস্থল থেকে মফিজ মোল্লাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে যশোর রেফার্ড করা হয়। এরপর যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথের মধ্যে তার মৃত্যু হয়।
Leave a Reply