কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কাল শামসু আলম (২৫) নামক এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) রাতে বালুখালী ১১নং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটক আসামী পালংখালী পূর্ব ফারবিলি এলাকার আবু শামার পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি আরো জানান গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচলনা করা হয়। এই সময় তার কাছ থেকে ১লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে