রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (১৮ জুলাই) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাইমুল হক এ বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। এসময় তার সহধর্মিণী মিসেস রেহানা ফেরদৌসী, দুই কন্যা এবং ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যোগান দিয়ে থাকে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চাইলে আমাদের প্রত্যেককেই গাছ লাগানো শুরু করতে হবে। আগামীতে ৫০০০ গাছ লাগানোর পরিকল্পনা আছে বলে জানান আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এ অধিনায়ক।