কক্সবাজার রামুর খুনিয়া পালংয়ের থোয়াইংকাটা বাজারের বিসমিল্লাহ মেডিকেল হল, সাথে ডাক্তারের চেম্বার। চেম্বার তো নয় যেনো একটি মিনি হাসপাতাল। বেড আছে, আছে সরঞ্জাম, আছে ডাক্তারও, তবে নেই সার্টিফিকেট। রংপুরের রকিবুল ইসলাম নামের সনদের কোড ব্যবহার করে নিজেই ডাক্তার সেজে বসে আছেন নুর মোহাম্মদ জিন্নাত নামের ভুয়া ডাক্তার। করেন শিশু, বাত ব্যাথা, প্যারালাইসিস রোগের চিকিৎসা। রোগী সেজে র্যাব সদস্যরা যায় চিকিৎসা নিতে, তারপর জালে আটকা ভুয়া ডাক্তার।
দীঘদিন ধরে অন্য ডাক্তারের বিএমডিসি কোড ব্যবহার করে মানুষের সাথে প্রতারনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের উপ অধিনায়ক তানভীর হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সহকারী পরিচালক নিত্য নন্দ দাশ।
তিনি জানান,এরকম ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে এসময় জানানো হয়।