শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী ন্ওফেল বলেছেন, চট্টগ্রামের ৪১টি ্ওয়ার্ডে উপহার হিসেবে দেয়া রেশন কার্ড দিয়ে প্রতিটি ঘড়ে ঘড়ে সল্প মূল্য ভোগ্যপন্য ক্রয় করার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে নগরীর ১৩নং পাহাড় তলী ্ওয়ার্ড কা্ওন্সিলর ্ওয়াসিমউদ্দিন চৌধুরীর ব্যাক্তিগত উদ্যোগে ্ওয়ার্ডের সাধারন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যয় তিনি এসব কথা বলেন। ্ওয়াসিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন মহানগর যুবলীগ নেতা সুরন্জীত বড়ুয়া লাবু, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্দোগতা ডা: বিদ্যুত বড়ুয়া,চট্টগাম মহানগর আ্ওয়ামীলীগের সদস্য আবু বক্কর ছিদ্দিকিসহ আ্ওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এসময় প্রায় ১১০০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী।