চট্টগ্রামের পটিয়ায় রেজিস্ট্রেশন ছাড়া টিকা প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
শনিবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত একটি চিঠিতে তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।তদন্ত কমিটিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশকে প্রধান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো আসিফ খান ও সিভিল সার্জন কার্যালয়ের ডা. নুরুল হায়দারকে সদস্য করা হয়। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই ও ৩১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিনোফার্মের কিছু টিকা সরিয়ে নেয়া হয়েছে। এসব টিকা ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনবিহীন লোকজনকে দেয়া হয়েছে। এজন্য উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায় থেকে অনুমতি নেয়া হয়নি। এ বিষয়ে সরেজমিন তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলো।জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ডা. মো আসিফ খান বলেন, ‘পটিয়ায় রেজিস্ট্রেশন ছাড়া টিকা প্রদানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। তদন্ত শেষে যথাযথ প্রতিবেদন জমা দেয়া হবে।’