পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন সরকার জনগণকে নিয়ে বন রক্ষা করতে চায়। সরকারের একার পক্ষে বন রক্ষা করা সম্ভব হবেনা। বন বিভাগের সুফল প্রকল্পের মাধ্যমে জনগনের আত্মকর্মসংস্হানের সৃষ্টি হয়েছে ।তিন বলেন হাতি শুধু দেশের নয় বিশ্বের একটি মূল্যবান প্রাণি। দেশে এবং বিশ্বে এ প্রাণির সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। সরকার এ প্রাণিটিকে রক্ষায় বদ্ধপরিকর । যারা হাতিকে হত্যা করবে তাদেরকে কঠিন আইনের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামে হাতি হত্যায় একজনের দন্ডও হয়েছে।উপমন্ত্রী আজ মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বন বিভাগ কার্যালয়ে সামাজিক বনায়নে উপকারভোগীদের লভ্যাংশ এবং বন্য হাতি দ্বারা নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংসদ সদস্য ডঃ আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী,চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস,কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী সহ জনপ্রতিনিধি ও সরকারি কর্ম কর্তারা বক্তব্য রাখেন। পরে উপমন্ত্রী ২০২১- ২২ আর্থিক সনে পদুয়া রেন্জে টংকাবতী বিটে ২০ হেক্টর এবং ৩০ হেক্টর মেয়াদ উত্তীর্ন কর্তিত বাগানের মোট ৪৬ জন উপকারভোগীদের মধ্যে ৩৫ লাখ টাকার চেক বিতরন করেন। এছাড়া দক্ষিণ বন বিভাগ এলাকায় সম্প্রতি বন্য হাতির আক্রমণে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত মোট ৩০ জনের মধ্যে প্রায় ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।