মহামান্য হাইকোর্ট থেকে অনুমতি প্রাপ্ত, সাধারন যাত্রী বৃন্দের সুবিধার্থে চালু হওয়া রাহাত্তাপুল হইতে চকবাজার পর্যন্ত অটোটেম্পো সার্ভিস বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ স্বরূপ মানব বন্ধন আজ ২৪ শে আগস্ট ২০২২ সকাল ১০ ঘটিকায় রাহাত্তাপুল মোড়ে অনুষ্ঠিত হয়েছে । উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষন পরিষদের সদস্য সচিব মোঃ শামসুদ্দীন । এত্র এলাকার সাধারন যাত্রী কল্যান পরিষদ কর্মী মোঃ মিজানুর রহমান মোঃ নিশাদ মোঃ মিন্টু সহ শত শত যাত্রী বৃন্দ । উক্ত মানব বন্ধনে যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলেন, রাহাত্তাপুল হইতে চকবাজার পর্যন্ত এই পথে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের সুবিধার্থে স্বল্প খরচে অটোটেম্পোতে যাতায়াত করেন । স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও গার্মেন্টস কর্মী নিম্ন আয়ের মানুষের যাতায়তের বাহন এই অটোটেম্পো বন্ধের জন্য যারা পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানায় এলাকাবাসী । চকবাজার ফুটপাতে ঝালমুড়ি বিক্রেতা রাহাত্তারপুলের বসবাসরত ভাড়াটিয়া মামুন বলেন, স্বল্প টাকার মাধ্যমে প্রতিদিন সকাল বিকাল অটোটেম্পো করে যাতায়াত করতে পারি যদি অটোটেম্পো বন্ধ হয়ে যায় তবে নিত্যদিনের খরচের সাথে বাড়তি ভাড়া দিয়ে আমাদের যাতায়াত করতে হবে । মামুন আরো বলেন যারা অটোটেম্পো বন্ধের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা আজ রাস্তায় নেমেছি মানব বন্ধন করতে । স্কুলগামী ছাত্রী পায়েল আমাদের বলেন,যেখানে আমার স্কুলে যেতে রিক্সা ভাড়া লাগে ৩০ টাকা সেখানে অটোটেম্পোতে করে আমি ১০ টাকা দিয়ে স্কুলে যেতে পারছি । অটোটেম্পো বন্ধ করা হলে আমরা শিক্ষার্থীরা সমস্যায় পড়বো । তাই প্রশাসনের কাছে অনুরোধ করছি অটোটেম্পো চলাচল সচল রাখার জন্য । নাম প্রকাশ না করার শর্তে এত্র এলাকার এক প্রবীন ব্যক্তি বলেন,আসলে বুজতে পারছি না অটোটেম্পো চলাচল করলে কাদের সমস্যা হচ্ছে ? তারা কারা যারা অটোটেম্পো বন্ধের পায়তারা করছে ? স্থানীয় ও বহিরাগত হাজার হাজার মানুষ স্বল্প টাকার মাধ্যমে প্রতিদিন যাতায়াত করেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও গার্মেন্টস কর্মী নিম্ন আয়ের মানুষের কাছে অটোটেম্পো প্রিয় এক বাহন । কিন্ত অটোটেম্পো বন্ধের ষড়যন্ত্র মেনে নেয়া যায় না । এই অটোটেম্পো বন্ধের পায়তারা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি ।