সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও দেশপ্রেমিক সেনাবাহিনী দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে।
যার ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে। সারা বাংলাদেশে সেনাবাহিনী এখন শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, পাশাপাশি তারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় দুস্থ মানুষের জন্য মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করেন।
এসময় তিনি জানান, সেনাবাহিনী সুযোগ পেলেই জনগণের সেবামূলক কাজে নিয়োজিত থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীও তাদের একাজে উৎসাহ দিয়ে থাকেন।
সটঃ সেনা প্রধান।
এই আয়োজনে সেনাবাহিনী প্রধানের সাথে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন সেনা প্রধান।