রামুতে পুত্রবধূ কতৃক শাশুড়ি মমতাজ বেগম (৬৫)কে হত্যার পর বাড়ির আঙ্গিনায় লাশ মাটি চাপা দেয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যম উমখালী হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ স্বীকারোক্তিতে পুত্রবধূ রাশেদা বেগম (২২) জানায়, শনিবার দিনে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কি হলে দার কোপে খুন করে। হত্যার পর গুম করতে লাশকে ছয় টুকরো করে বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রেখেছিলো।
স্থানীয়রা জানায়, নিহত শাশুড়ী পুত্রবধূর আপন ফুফু হন। রাশেদার বাবার বাড়ি ভারুয়াখালীতে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আবদুল কাদেরের একমাত্র সন্তান আলমগীর। সে হোটেলে চাকরি করে। হোটেল থেকে রবিবার ঘরে ফীরে মাকে খোঁজাখুজি করে হদিস না পেয়ে বাড়ির আঙ্গিনার টিউবওয়েল এর পাশে মার শাড়ি দেখতে পান ছেলে। এছাড়াও সেখানে নতুন কিছু মাটি দেখতে পেলে সন্দেহ বশত মাটি কুডে দেখতে পন টুকরো করা মার দেহ।
পরে এলাকাবাসীকে সাথে নিয়ে পুলিশকে খবর দেয় আলমগীর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ সনাক্ত করে পুত্রবধূকে আটক করেন।
ঘটনাস্থলে থাকা রামু থানার এসআই মো: মঞ্জু বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে লাশ পাঠানো হচ্ছে।