কক্সবাজারের রামুতে বানের পানিতে মাছ ধরার জালে ২০ কেজি ওজনের একটি অজগর ধরা পড়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।স্থানীয়রা জানান, বুধবার সকালে রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপ মৈষকুম এলাকায় আবদুস সালাম নামের এক ব্যক্তি বানের পানিতে মাছ ধরার জাল ফেলেন। ওই জালে ২০ কেজি ওজনের সোনালী রঙয়ের অজগর আটকা পড়ে। দুপুরের দিকে এটি উদ্ধার করা হয়। অজগরটির ওজন ২০ কেজি।বাঘখালী বিট কর্মকর্তা রবিউল হাসান বলেন, সোনালী রঙয়ের এ অজগরটি বিরল প্রজাতির। এটি দেশের সম্পদ। তাই অজগরটি বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply