বিষধর রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে ভোলার দৌলতখান উপজেলায়। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর বসত ঘর থেকে এ সাপটি উদ্ধার করে বন বিভাগ।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, বিষধর সাপটি সফিউল্লাহর রান্না ঘরে দেখে ঘরের লোকজন প্রথমে ভয় পেয়ে যায়। পরে স্থানীয়রা এসে সাপটি একটি প্লাস্টিকের পাত্রে ভরে ফেলে। রাসেল ভাইপার সাপের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক মানুষ ভিড় করে। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে।
দৌলতখান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আকরাম বলেন, সাপটি উদ্ধার করা হয়েছে। এটি তজুমদ্দিন উপজেলার চরাঞ্চলের গহীন বনে অবমুক্ত করা হবে।