রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (৪ মে) দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।