র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-৪-এর সদস্যরা রাজধানীতের গাড়ি চুরিতে জড়িত চক্রের দুই সদস্যকে আটক করেছে। রাজধানীর তুরাগ এলাকা থেকে রবিবার তাদের আটক করা হয়। তাদের নাম শরিফ ও নাজমুল হোসেন। র্যাব সোমবার এ তথ্য জানায়।
র্যাব জানায়, বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরির পর মালিককে ফোন করে গাড়ির ‘মুক্তিপণ’ দাবি করত ওই চক্র। প্রত্যাশা অনুযায়ী মুক্তিপণ না পেলে গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হতো। একসময় গাড়ি উদ্ধার হলেও সেটি আর ব্যবহারের উপযোগী থাকে না। রবিবার ওই চক্রের কাছ থেকে একটি চোরাই পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার এএসপি মাজহারুল ইসলাম জানান, চোরচক্রটি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে।
Leave a Reply