চট্টগ্রামে রাঙ্গুনিয়ার কোদালা নুর হোসেন ঘোনা এলাকায় কাদা-মাটিতে পড়ে হাতি শাবকের মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, লট কোদালা মৌজার পাহাড় সংলগ্ন ঘোনায় গর্তে আটকা পড়ে ওই পুরুষ হাতি শাবকটির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে খবর পেয়ে বনবিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীরা গিয়ে উপজেলা ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে সেটিকে মাটি চাপা দেন।
তিনি বলেন, সম্ভবত বুধবার (২১ এপ্রিল) রাতে বন্য হাতির দলের সঙ্গে দশ-এগারো মাস বয়সী শাবকটি পানি খাওয়ার জন্য নুর হোসেনের ঘোনায় নেমেছিল। এসময় গর্তে আটকে যায়। এটিকে তুলতে হাতির দল চেষ্টা করেও ব্যর্থ হয়ে চলে যায়।