আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতির কর্মকর্তাদের সহযোগীতায় রপ্তানি পণ্য চুরির সাথে জড়িত ঢাকা মেট্রো-ট-১১-৭৫৯৭ গাড়ির ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম(৩৫) আটক।
গত ২৬.৫.২১ ইংতারিখ ঢাকাস্থ ফ্রেন্ডস লজিষ্টিকস এর চাহিদা মোতাবেক এম আর প্রিন্ট টেক্স লিঃ, কাশিমপুর রোড, কোনাবাড়ী, গাজীপুর হতে গার্মেন্টস রপ্তানী পণ্য কেডিএস ডিপো চট্টগ্রামের উদ্দেশ্যে পরিবহনের জন্য কাভার্ডভ্যান প্রয়োজন হলে ফ্রেন্ডস লজিষ্টিকস এর প্রতিনিধি ঢাকা মেট্রো-ট-১১-৭৫৯৭ এর ম্যানেজারের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট ভাড়ার বিপরীতে উল্লিখিত কাভার্ডভ্যানটি ভাড়ায় গ্রহণ করে মোট ৮৭০ কার্টুণ সোয়েটার লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রেরণ করে। পরবর্তীতে গাড়ি হতে পণ্য লোড করার পর সন্দেহ হলে মালামাল গুলি গুনে চেক করতে গিয়ে উক্ত গাড়ি হতে প্রতিটি কার্টুনের বিপরীতে ৪ পিস করে মোট ৩৪৮০(পিস) সোয়েটার (আনুমানিক মূল্য ৯ লক্ষ ৫৭ হাজার টাকা) কম পাওয়া যায়। এ ব্যাপারে ড্রাইভার ও গাড়ির মালিকদের সাথে কথা বললে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয় এবং এক পর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে রাখে। উক্ত বিষয়ে ফ্রেন্ডস লজিষ্টিকস এর প্রতিনিধি আমাদের সংগঠনের শরনাপন্ন হলে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদের নির্দেশনায় এডিসি হেডকোর্য়াটার মঈনুল সাহেব ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুজ্জামান সুমন ও সহযোগী সদস্য মোঃ শাহাদাত হোসেন জুয়েলের রাতভর অক্লান্ত পরিশ্রমের ফলে গত ০৪.০৬.২১ ইং গাড়ির ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম সুমন(৩৫)কে স্থানীয় লোকজনের সহযোগীতায় আটক করে পতেঙ্গা থানায় সোর্পদ করা হয়। থানায় জিজ্ঞাসাবাদে গাড়ির ম্যানেজার স্বীকার করে গাড়ির মালিক, ড্রাইভার ও ম্যানেজারের সম্বলিত যোগসাজেকে তারা রপ্তানী পণ্য চুরি করে।
এ ব্যাপারে সীতাকুন্ড থানা একটি মামলা রুজু করা হয় যাহার নং-০৯, তাং-০৬.০৬.২১