রপ্তানিযোগ্য বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য চোর চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৭। এসময় বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য উদ্ধারসহ এক কার্ভার ভ্যান জব্দ করা হয়। বিদেশে পাঠানোর জন্য পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হচ্ছিল। র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম.এম ই্উসুফ বলেন, ঢাকার বার্ডস এ এন্ড জেড গার্মেন্টস লিমিটেডের পণ্যগুলো একটি কাভার্ডভ্যানে বিদেশে রপ্তানির জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। কিন্তু কাভার্ডভ্যানটি চট্টগ্রামে না এসে পথে ফেনীর ছাগলনাইয়া ধুমঘাট বিসিক শিল্প এলাকায় সংঘবদ্ধ চোরাকারবারীর চক্রের কাছে পণ্য পাচার করতে চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যারের সদস্যরা সেখানে অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস এর তৈরিকৃত পোশাক পরস্পর যোগসাজসে বিদেশে রপ্তানী করার পূর্বে প্রতি কার্টন থেকে উল্লেখযোগ্য সংখ্যক পিস রেখে দিয়ে আবার নতুনভাবে কার্টনজাত করে বিদেশে রপ্তানী করার মাধ্যমে প্রতারণা করে আসছিল।