বলিউডের নামকরা পরিচালকদের অন্যতম একজন করণ জোহর। তিন প্রজন্মের তিন সুপারস্টার অমিতাভ, শাহরুখ, হৃতিককে দিয়ে ‘কাভি খুশি কাভি গাম’ বানিয়ে এক দশক আগেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি।সর্বশেষ সিনেমা পরিচালনা করেছেন বছর পাঁচেক আগে। এরপর প্রযোজনাতেই বেশি মনযোগী তিনি৷এবার বিরতি কাটিয়ে আবারও মাঠে নামছেন করণ। তৈরি করতে যাচ্ছেন নতুন সিনেমা। এর নাম ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’।এ ছবিতে দেখা যাবে তারকাদের হাট। করণের এ সিনেমার জুটি বাঁধবেন রণভীর সিং ও আলিয়া ভাট৷এখানে আরও অভিনয় করতে যাচ্ছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমীসহ অনেক তারকা।পারিবারিক আমেজে রোমান্টিক সিনেমায় সব সময় নিজের সেরাটা দেখিয়ে আসছেন করণ। এ সিনেমাও দর্শকের মন ভরাবে বলে প্রত্যাশা করা যায়৷ সিনেমাটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন পরিচালক।’ধারণা করা হচ্ছে সামনের সেপ্টেম্বরে ৫-৬ মাসের একটি সিডিউল নিয়ে মাঠে নেমে পড়বেন করণ জোহর। অনেকদিন পর পারিবারিক ধারার সিনেমায় ফিরে আবারো নিজের শিকড় খোঁজায় মনোনিবেশ করেছেন তিনি।সিনেমাটির নাম ঠিক করা হয়েছে রণভীর এবং আলিয়া ভাটের চরিত্র অনুসারে। খুব শিগগিরই সিনেমাটি নিয়ে অফিশিয়ালি কথা বলবেন করণ।