র্যাবের বিরুদ্ধে যে ১২টি মানবাধিকার সংগঠন জাতিসংঘে চিঠি দিয়েছে তাদের মধ্যে বেশীরভাগই নামসর্বস্ব এসব সংগঠন অনেক আগেই তাদের গ্রহনযোগ্যতা হারিয়েছে এবং যুদ্ধাপরাধীদের রক্ষায়ও তারা ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, বিএনপি ধারাবাহিকভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিদেশে তাদের অবৈধ অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করছে।
সিংক- হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী।