মৌচাকে মৌমাছির বদলে মশা!
ছেলে : জানো মা, মৌচাকে মৌমাছির বদলে মশা থাকলে কী হতো?
মা: কী হতো?
ছেলে: প্রতি সিজনে কয়েক লিটার করে রক্ত সংগ্রহ করা যেত।
মরুভূমির উটপাখির বুদ্ধিমত্তা
মরুভূমিতে একটি পুরুষ উটপাখি ছুটছে একটি মেয়ে উটপাখির পেছনে। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে পড়ল মেয়ে উটপাখি। তারপর মাথা গুঁজে দিলো বালির ভেতরে। পুরুষ-উটপাখি থমকে দাঁড়িয়ে আপন মনেই বলে উঠল, ‘গেল কোথায় সে! একটু আগেই তো দেখলাম!’
****
বিখ্যাত হওয়ার উপায়
একদিন বিকেলে তিন বন্ধু মিলে গল্প হচ্ছে—
প্রথম বন্ধু: আমার দাদা একজন বিখ্যাত সৈনিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি অস্ত্র হাতে ৫০ জন যোদ্ধাকে কুপোকাত করেছিলেন।
দ্বিতীয় বন্ধু: আমার দাদা ছিলেন আরও বিখ্যাত। খালি হাতেই তিনি ১০০ জন যোদ্ধাকে ধরাশায়ী করতে পারতেন।
তৃতীয় বন্ধু: আজ যদি আমার দাদা বেঁচে থাকতেন, তিনিও একজন বিখ্যাত লোক হতেন।
প্রথম বন্ধু: কীভাবে?
তৃতীয় বন্ধু: বেঁচে থাকলে তার বয়স হতো ১৫২, এটাই কি বিখ্যাত হওয়ার জন্য যথেষ্ট নয়?