ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারে ফি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ । ফলে প্রতি মাসে বিনিয়োগকারীদের ১০০ টাকা ফি দিতে হবে।
আগামী ১ জুলাই থেকে তা কার্যকর করা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, বেনিফিশিয়ারি হিসাব (বিও হিসাব) প্রতি ফ্লাক্সট্রেডকে ১০০ টাকা ফি দিতে হয়। এই টাকা এখন বিনিয়োগকারীদের কাছ থেকে আদায় করা হবে।
ডিএসই মোবাইল অ্যাপ তিন ধরনের সংস্করণ রয়েছে। এর একটি ব্রোকার হাউজগুলোর জন্য, অন্য দুটি সাধারণ বিনিয়োগকারীদের। এরমধ্যে একটি দিয়ে শেয়ার কেনাবেচা করা যায়। অপরটি দিয়ে শুধু লেনদেনের অবস্থা দেখা যায়। ।