চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে মেয়র পদক-২০২২ প্রদান করা হয়। নগরীর হোটেল রেডিসন ব্লু তে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫ টি ক্যাটাগরিতে মেয়র পদক -২০২২ প্রাপ্ত হন যথাক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া (যুব আদর্শ) কাউন্সিলর মোঃ মোবারক আলী (নগর নেতৃত্ব) আবু বক্কর ছিদ্দিক হারুন (নগর স্বেচ্ছাসেবক) ডা. বাসনা রানী মুহুরী ( নারী নেতৃত্ব) ও গাউছিয়া কমিটি বাংলাদেশ (বিশেষ ক্যাটাগরি)। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ( এনডিসি) জনাব আমিনুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণপদ রায়, জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোঃ ফখরুজ্জামান, সেভ দ্য চিলড্রেন পরিচালক ( হিউম্যানিটেরিয়ান) মোস্তাক হ
হোসাইন, ইপসা পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু প্রমুখ।
অনুষ্ঠান কার্যক্রমে সহায়তা করে ইপসা ও সেভ দ্য চিলড্রেন।