আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, মেজর জিয়া সংবিধানে ধর্মকে সংযোজন করে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন। আর সেই বীজকে পরিচর্যা করে গাছে পরিণত করে খালেদা জিয়া এবং হুসাইন মুহাম্মদ এরশাদ। বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামীলীগ আয়োজিত সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের শোক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে কলঙ্কিত করছে। যারা কুমিল্লায় মন্ডপে কোরান শরীফ রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করেছে তারা নিজের ধর্মকেই ছোট করেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দলের নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশও দেন তিনি। শোক সভায় চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন চৌধুরীসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।