চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মেঘনা অয়েল কোম্পানির ডিপোর সামনে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায় ঘটনাস্থলে প্রচলিত কোন রেলগেইট না থাকলেও একজন গেইটম্যান দায়িত্বে ছিল।
ওই রুটে মুলত তেলবাহী ওয়াগনগুলো সাধারণত ধীরে চলায় রেলগেইটের প্রয়োজন হয় না। রাতে তেলবাহী ট্রেনটি মেঘনা ডিপোতে ঢোকার সময় রেলকর্মী সিগন্যাল দিলে এয়ারপোর্টের দিক থেকে আসা দ্রুতগামী বাসটি সিগন্যাল ভেঙ্গে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি রাস্তার ওপর উল্টে যায়।
এসময় রেলের পয়েন্টম্যান আজিজুল হকসহ বাসের যাত্রী মিটন কান্তি দে ও পথচারী আসাদুজ্জামান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষনা করে।