কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যা আসবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আইন তো সবসময় প্রয়োজনের তাগিদে সংশোধন হয়, আমরা সেগুলো দেখব। আইনের পরিবর্তন তো আমরা করব না, এজন্য আইনবোদ্ধা রয়েছেন। এটা পরিবর্তন করতে হলে পার্লামেন্টে যাবে, অনেক কিছু হবে। অনেকেই এখন বলছেন আইন পরিবর্তনের কথা, এগুলো আমার সাবজেক্ট নয়। এগুলো আইনমন্ত্রী মহোদয়ের সাবজেক্ট। তিনি চিন্তা করবেন।
গত বছরের ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে র্যাব। সেদিনই কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন র্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক। মামলায় দুজনের জামিন হলেও মুশতাক ও কিশোরের জামিনের আবেদন ছয় বার প্রত্যাখ্যাত হয়। গত বৃহস্পতিবার কারাবন্দি অবস্থায় মারা যান মুশতাক আহমেদ। তার মৃত্যুর পর গত ২৭ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।