মুজিববর্ষ ও স্বাধীনতাসুর্বণ জয়ন্তী উপলক্ষে বান্দরবানে বই মেলা উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে বেলুন ও কবুতর উড়িয়ে জেলা পর্যায়ে বই মেলা উদ্ধোধ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার ও সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।
এবারে বই মেলায় ৩৬টি স্টল রয়েছেে, যা ২রা জানুয়ারিতে শেষ হবে।