পাকিস্তানের বাবর আজম বর্তমান বিশ্বে অন্যতম সেরা ব্যাটার। গত কয়েক বছর ধরেই তিনি পারফর্ম করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। মাঠের এমন সব নজরকাড়া পারফর্ম্যান্সের কারণে পাকিস্তান তো বটেই, দেশটির গণ্ডি ছাড়িয়ে বাইরেও তার জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। সেই বাবর এবার মুখ খুললেন নিজের বিয়ে নিয়ে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও আপলোড করা হয়েছে, যাতে তাকে নিয়ে জনসাধারণ গুগলকে যেসব প্রশ্ন করেছেন তার মধ্য থেকে শীর্ষ পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম।
সেসব প্রশ্নের মধ্যে একটা ছিল ‘বাবর আজম বিয়ে করবেন কবে?’ তার উত্তরে বাবর হাসতে হাসতে বলেন, ‘আমি নিজেও এ বিষয়ে জানি না। আমার বাবা মা জানেন। তাই আপাতত আমাকে বর্তমানটা উপভোগ করতে দিন।’
আরো চারটা প্রশ্নের উত্তর দেন পাকিস্তান অধিনায়ক। তার মধ্যে ছিল তিনি কোথায় থাকেন, কোন ব্যাট ব্যবহার করেন, কত আয় করেন, তার আদর্শ কে?
Leave a Reply