যারা নেতিবাচক রাজনীতি করে দেশের মানুষকে জিম্মি ও বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। সকালে
চট্টগ্রামে শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দলের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন,পদ্মা সেতুর উদ্বোধনে
দেশ বিদেশের সবাই উল্লসিত হলেও মীর্জা ফখরুলরা অভিনন্দন জানাতে পর্যন্ত ব্যর্থ হন। এভাবে বিভ্রান্তি আর গুজব রটনা থেকে সরে আসার আহবান জানানোর পাশাপাশি যেকোন ষড়যন্ত্রের প্রতিবাদের পরিবর্তে
প্রতিহত করতে দলের নেতাকর্মীদের আহবান জানান তথ্যমন্ত্রী