নিখোঁজের ২০ ঘন্টা পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে নওগাঁর মান্দায়। শনিবার বেলা ১১টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নাম রিফাত হোসেন (৪)। সে উপজেলার পরানপুর ইউনিয়নের জিউল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ওই শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে ছেলে রিফাত হোসেনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় প্রতিবেশিরা রিফাতের মরদেহ ভাসতে দেখে খবর দেন।মান্দা থানার পরিদর্শক মেহেদী মাসুদ বলেন, পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যু হয়ে থাকতে পারে।