মিরসরাই থানার হাদিফকির হাট থেকে ৬ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (৩ মে) সকাল পৌনে ১১ টার দিকে নিজামপুর মুসলিম বহুমুখি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, চট্টগ্রাম থেকে ফেনীতে মাইক্রোবাসে যাত্রী বেশে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল। নিজামপুর মুসলিম বহুমুখি উচ্চ বিদ্যালয় এলাকায় একটি মাইক্রোবাসের পেছনে বসা একজন সুকৌশলে পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
এ সময় তার দখলে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৬ হাজার ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামি জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ ৭৩ হাজার টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আসামিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।