নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় গতকাল ঝালকাঠিতে তিন জেলেকে আটকের পর একবছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এ সময় সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে আরও ৪৭ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং এতিমদের মাঝে মাছ বিতরণ করা হয়। জেলার ৪টি উপজেলায় মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
সরকার মা ইলিশ রক্ষায় ঝালকাঠিসহ দেশের ৩৮টি জেলার নদ-নদীতে, গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত, ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে।