ওপেনিংয়ে নেমে টর্নেডো এক ইনিংস খেলেছেন তরুণ মাহেদি হাসান। ২১ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৪৭ রান করেন তিনি। সমান ৪৭ করে আউট হয়েছেন ইয়াসির আলিও। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৩টি চার আর ২টি ছক্কা।
এছাড়া মুমিনুল হক ২৭ বলে ২৫, সৌম্য সরকার ৯ বলে ১৫ এবং শেষদিকে আরিফুল হক ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন ৩৫ রানের হার না মানা ইনিংস।
ব্রাদার্স বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আলাউদ্দিন বাবু। ৪ ওভারে ২৫ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি।
বৃষ্টির কারণে ১১.২ ওভারে ১০১ রানের লক্ষ্য ছিল ব্রাদার্সের। কিন্তু ৫ উইকেটে ৮৫ রানেই থেমে যায় মিজানুর রহমানের দল। সুজন হাওলাদার ১৬ বলে ২৬, নুরুজ্জামান ১৯ বলে ২২ আর মাইশুকুর রহমান ১২ বলে খেলেন ১৮ রানের ইনিংস।
৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রানে ৩টি উইকেট নেন গাজী গ্রুপের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বৃষ্টিতে বিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভার ৮ উইকেটে মাত্র ১০৬ রান দাঁড় করাতে পারে পারটেক্স। রাজিবুল ইসলাম অপরাজিত থাকেন ২৬ বলে ২৮ রানে।
খেলাঘরের অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে একটি মেইডেনসহ মাত্র ১৫ রানে নেন ২ উইকেট। সমান ওভারে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন ইরফান হোসেন। ২টি উইকেট টিপু সুলতানের।
জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ৭ ওভারে ৩৬ রান দরকার ছিল খেলাঘরের। তারা ছিল অনেক এগিয়ে, ২ উইকেটে তখন ৫০ রানে। ফলে ১৫ রানে বিজয়ী ঘোষণা করা হয় খেলাঘরকে।
ওপেনার ইমতিয়াজ হোসেন ১৫ বলে খেলেন ২৭ রানের ঝড়ো ইনিংস। মেহেদি মিরাজ ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন।