সকালে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত ৮ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, যোগব্যায়াম মানুষের ভেতরের শক্তি সুষমভাবে বিকশিত করে। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝা, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসসহ অন্যরা। নগরীর নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্কুল ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।