নোয়াখালী সদর উপজেলার অন্তর্ভুক্ত ৭ নং ধর্মপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এর মতি আলম বাজার এর রিক্সা চালক মোহাম্মদ হোসেনের এর মেয়ে গত ২৬/৪/২০২১ তারিখ এ নিজ বাড়িতে গাছ থেকে পরে মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয়ে বুকের ৩ টা হাঁড় ও গাড়ের একটা রগ ছিড়ে বর্তমানে ঢাকা পুংগু হসপিটাল এ চিকিৎসা অবস্থায় আছে। মেয়েটি ৭ নং ধর্মপুর ইউনিয়ন এর ভাটিরটেক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মেয়েটির চিকিৎসার জন্য বাবার শেষ সম্ভল রিক্সাটা বিক্রি করেও মেয়েটির পর্যাপ্ত খরচ চালাতে পারছেন না। তাই আপনাদের সবার মানবিক দিক বিবেচনা করে মান্যগণ্য দের সামর্থ অনুযায়ী যে যা পারেন মেয়েটির চিকিৎসার জন্য এগিয়ে আসুন।
যোগাযোগ ঠিকানা
মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু। মোবাইলঃ ০১৮১২৪৯৮২৪৪
বিকাশ পার্সোনাল – ০১৮১২৪৯৭৮৩৫