বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৩তম বর্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ভালবাসার উপহার হিসেবে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ ২৬ এপ্রিল দুপুরে নাজির পুলস্থ অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি সাবেক ৪ বারের সফল কাউন্সিলর লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সার্বিক পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এবং সিনিয়র সহ-সভাপতি ও বিতরণ উপ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কাসেম। বক্তব্য রাখেন সহসভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও লায়ন মোখলেছার রহমান, সংগঠক আনোয়ার হোসেন মানিক,ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, শ্রম কল্যাণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, গরীব দুঃখী অসহায় মানুষকে ভালবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মানবতার কল্যাণে মানবাধিকার ফাউন্ডেশনের এই মানবিক কর্মকান্ড দীর্ঘ ১৩ বছর যাবৎ ধারাবাহিক ভাবে চলে আসছে ভবিষ্যতেও এই কর্মসূচি চলমান রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে নেতৃবৃন্দ মানব কল্যানে এগিয়ে আসার জন্য সকল সামর্থ্য বানদের প্রতি অনুরোধ জানান।