পরকীয়ার অভিযোগে শেষ পর্যন্ত মাইকে ঘোষণা দিয়ে এক প্রবাসীর স্ত্রী তালাকের ঘটনা নিয়ে তোলপাড় চলছে কক্সবাজারের টেকনাফে। মাইকে তালাক দেওয়ার ভিডিও ফেসবুকে আপলোড হলেই মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নুর আহমদ আনোয়ারী জানান- ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি এবং এলাকার ইউপি সদস্যরা মিলে বেশ কিছুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি মীমাংসা করে দিতে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার বাসিন্দা ছৈয়দ নুর ২০০৩ সালে একই গ্রামের ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর অর্থনৈতিক টানাপড়েনের কারণে ছৈয়দ নুর ২০১৪ সালে পাড়ি জমান সৌদি আরব। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুবাদে পাশের বাড়ির যুবক মানুনুর রশিদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। পরকীয়ার ঘটনা নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিসি বৈঠকেরও আয়োজন করা হয়। কিন্তু কোনো মীমাংসা হয়নি।
ছৈয়দ নুর জানান, শেষ পর্যন্ত গ্রামবাসীর চাপে সন্ধ্যার দিকে স্ত্রী তালাক নিয়ে তার (ছৈয়দ নুর) ঘর ছেড়েছে। তাদের সংসারে চারজন ছেলে সন্তান রয়েছে। জ্যেষ্ঠ সন্তানের বয়স ১৬ বছর।