১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও চট্টগ্রাম কেবি রাইডারজ এর সদস্যদের বাইক স্ট্যান্ড শো ।
হাজী ইকবাল এর সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালিতে অংশগ্রহন করেন বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম নির্বাচনী আসন-১১ এর আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ । বর্ণাঢ্য র্যালীটি চট্টগ্রামের সিইপিজেড এর সামনে থেকে শুরু হয়ে রেল ক্রসিং, কাস্টম মোড়, নিমতলা বিশ্ব রোড, বারিকবিল্ডিং, আগ্রাবাদ বাতামতলী মোড় হয়ে বড়পোল থেকে আনন্দবাজার ডায়মন্ড টাচ কমিনিউটি সেন্টারে এসে র্যালীর সমাপ্তি ঘটে । বারবার দরকার শেখ হাসিনা সরকার এমনই শ্লোগানে শ্লোগানে রাজপথ কম্পিত হয় । বিজয়ের দিনে এমন বর্ণাঢ্য র্যালী দেখে রাস্তার দুপাশের শত শত সাধারন মানুষ অভিবাধন জানায় । কেউ ভিডিও করছে কেউ করতালী দিয়ে স্বাগত জানায় র্যালীতে অংশগ্রহন করা সবাইকে । কেউ সাইকেলে কেউ বাইকে কেউ দীর্ঘ সারিতে থাকা পিকআপে করে নারী পুরুষ ও সব বয়সী স্বাধীনতা প্রেমী মানুষের অংশগ্রহনে পরিপুন্যতা পায় বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালী । র্যালী শেষে হাজী ইকবাল বলেন, এই বিজয়ের দিনে আমি বলতে চাই দেশকে উন্নতির শিকড়ে নিতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নাই । শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা তাই আবারও বলি বারবার দরকার শেখ হাসিনা সরকার । বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় কুরআনে খতম ও দোয়া মিলাত অনুষ্ঠিত হয় । মিলাত শেষে ১০ হাজার মানুষের রাতের খাবারের আয়োজন করেন বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদ ।
Leave a Reply