রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর গুপ্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নূর হাসান সুমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই গ্রেপ্তারি পরোয়ানা মূলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ থানায় আরো ৬/৭টি মামলা আছে।