মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব আখতারউজ্জামানের নেতৃত্বে টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৪/০৩/২০২৩ খ্রিঃ নগরীর সিএমপি সদরঘাট থানাধীন কদমতলী হোটেল প্রিন্স এর ১১৮ নং কক্ষ হতে অভিযান পরিচালনা করে প্রতারণা করার সরঞ্জামাদিসহ আব্দুর শুক্কুর (৬০), মোঃ আলম (৩৭) ও এজাহার মিয়া (৬০) দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে সাদা কাগজে আয়োডিন মিশিয়ে কালো করে তা অদৃশ্য করে কৌশলে নতুন টাকা উপস্থাপন প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।