বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০০ পিস ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারকৃতঃ ১। হাসিনা আক্তার(২৫), স্বামী- খায়রুল বশর, পিতা- মৃত মোঃ নুরুল ইসলাম, মাতা- লায়লা বেগম, সাং- নয়াপাড়া বটতলী, মধ্য হৃীলা(পেটন আলী রায়তীর বাড়ী), ০৫নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,
২। রেহেনা বেগম(২৭), স্বামী- জয়নাল আবেদীন, পিতা- মৃত মোঃ নুরুল ইসলাম, মাতা- লায়লা বেগম, সাং- নয়াপাড়া বটতলী, মধ্য হৃীলা(জয়নাল এর বাড়ী), ০৫নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,
৩। মিনারা বেগম(২৬), স্বামী- মোঃ কালু মিয়া, পিতা- মৃত ফরিদ আলম, মাতা- সরু বেগম, সাং- নয়াপাড়া বটতলী, মধ্য হৃীলা(কালুর বাড়ী), ০৫নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শাহ মোঃ আব্দুর রউফ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৩/২০২১ তারিখ ১৭.৪০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০০ পিস ইয়াবা সহ হাসিনা আক্তার(২৫), রেহেনা বেগম(২৭) ও মিনারা বেগম(২৬) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।