যাত্রীদের নিরাপত্তায় আগামী ২ মাসের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা
সব সিএনজি অটোরিকোকে নিবন্ধনের আওতায় আনার কথা বললেন সিএমপি কমিশনার
সালেহ মোহাম্মদ তানভীর। সোমবার সকালে মহানগরীর জিইসি মোড়ে ‘আমার গাড়ি
নিরাপদ’ সেবার আওতায় অটোরিকশার ডাটাবেইজ তৈরির কাজ পরিদর্শন শেষে তিনি এ
কথা বলেন।
এসময় তিনি বলেন, অপরাধ ঠেকাতে নগরীর ১৩ হাজার অটোরিকশা ও ৩০ হাজার চালকের
তথ্য নিজেদের সার্ভারে যুক্ত করার কাজ প্রায় এক সপ্তাহ আগে শুরু হয়েছে।
শুরুতে নানা জটিলতা দেখা দেয়ায় নিবন্ধন কিছুটা কম হলেও এখন পুরোদমে কাজ
চলছে। নিবন্ধন শেষ হলে অটোরিকশার সামনে লাগানো স্টিকার থেকে কিউআর কোড
স্ক্যান করে যে কোন যাত্রী চালক ও মালিকের তথ্য জানতে পারবেন। এতে অপরাধ
কমে আসবে।
Leave a Reply