তারই অংশ হিসেবে নগরীর নাছিরাবাদ আবাসিক এলাকার পার্কের সামনে ওষুধ ছিটিয়ে মশক নিধন ক্র্যাশপ্রোগ্রাম এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এই সময় মেয়র বলেন, সমন্বিত মশক নিধন ব্যবস্থাপনার আওতায় প্রথম পদক্ষেপটিই হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। বলেন, চার পাশ্বে যে সব জায়গায় এডিস মশা জম্মায়, সেসব জায়গায় যাতে এডিস মশা জম্মাতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আবহাওয়াগত কারণে নগরীতে এখন মশার উপদ্রব বেড়েছে উল্লেখ করে মেয়র বলেন, এই ক্র্যাশপ্রোগ্রামের মাধ্যমে নগরীর ৪১টি ওয়ার্ডে ৭দিন ব্যাপী এই ক্র্যাশ প্রোগ্রাম চলবে। তিনি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিন্ত্রয়নে নগরীরবাসিকে সচেতন হওয়ার কথা বলেন। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, বর্জ্য ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।