মরহুম দেলোয়ার হোসেন বাবুলের মৃত্যুতে চৌরাস্তা ব্যবসায়ীদের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত৷ মোঃরেজাউল করিম রাজু,নোয়াখালীঃ গত ১২ ই জানুয়ারি ২০২১ ইং রোজ মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন চৌরাস্তা বাজারে মরহুম দেলোয়ার হোসেন বাবুলের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৯নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চৌরাস্তা বাজারের ব্যবসায়ীবৃন্দরা৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মরহুমের মামাতো ভাই সাবেক সহ-সভাপতি-নবীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং ক
মিটি,যুগ্ম আহবায়ক-বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং নবীপুর ইউনিয়ন শাখা,বিশিষ্ট শিল্পপতি,ব্যবসায়ী,রাজনীতিবিদ,সমাজ সেবক ও সংগঠক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদে পদপ্রার্থী জনাব,মোঃজাকের হোসেন(জাকের)৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান জনাব,মোঃগোলাম কবির৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব,মোঃঅামিন উল্ল্যা বি.এস.সি,সাবেক সভাপতি কুতুবের হাট বাজার কমিটির মোঃবেলাল হোসেন বেলাল,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও রাজধন ব্রিক ফিল্ডের সত্যঅধিকারী মোঃমামুনুর রশিদ,নবীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃকাজী নজরুল ইসলাম ফরহাদ,৬নং শ্রীপদ্দি ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃঅজি উল্ল্যাহ,৯ নং নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃরফিকুল ইসলাম,মোঃশহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুতুবের হাট প্রাথমিক বিদ্যালয় ও কুতুবের হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃআবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া,মোঃসামির,মোঃমির্জা সহ অত্র বাজার কমিটির সকল সদস্যরা৷ প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করা হয়৷ পরিশেষে মরহুম দেলোয়ার হোসেন বাবুলের পরিবারের প্রতি ও তার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃইয়াছিন করিম৷


