আলোচিত সানমুন টাওয়ার নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে তদন্ত করতে বলেছে সংসদীয় কমিটি। রাজধানীর দিলকুশা এলাকার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) জায়গায় গড়ে ওঠা এই ভবনের আর্থিক দেনা-পাওনার বিষয়টি তদন্ত করে পরবর্তী বৈঠকে কমিটিকে জানানোর জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।