ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার দেড় হাজার মানুষের জন্য শুকনো খাবার দিয়েছে এ বি এম ফজলে করিম ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান উপজেলার সাংসদ এ বি এম ফজলে করিম চেৌধুরীর পুত্র তরুণ উদ্যোক্তা ফারাজ করিম চেৌধুরী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এসব ত্রাণ জেলা প্রশাসক আবুল বাশার মো: ফখরুজ্জামানের হাতে তুলে দেয়া হয়। ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশসহ ক্ষতিগ্রস্থ বিভিন্ন উপজেলার বন্যা দূর্গতদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, বিস্কুট,বোতলজাত পানি, দিয়াশলাই , মোমবাতি এবং চিনি।